এপ্রিল ১৮, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বিশ্ব সুইডেন

সুইডেনে নির্বাসন সংক্রান্ত একটি নতুন আইনের প্রস্তাব,এটা কি কালো আইন হবে?

সুইডিশ সরকার সুইডেনে বসবাসের অনুমতি চাওয়া প্রার্থী ও যাদের ইতিমধ্যেই অনুমতি আছে তাদের জন্য আরও কঠোর নিয়ম প্রোয়গ করতে চায়। সুইডিশ সরকার মনে করে নতুন আইনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করা যাবে। সুইডিশ সরকার চায় মানুষকে স্বাভাবিক জীবন যাপন করতে হবে, অপরাধ মুক্ত থাকতে হবে। যারা অপরাধের সাথে যুক্ত হবে তাদেরকে সুইডেন থেকে বহিষ্কার করা হবে। সুইডিশ ডেমোক্র্যাটস দল এবং সরকার, সুইডিশ একটি পুরনো শব্দ ব্যবহার করে যার অর্থ শাসন, আচরণ। অর্থাত সুশাসন নিশ্চিত করতে পারলে মানুষের আচরণ ভালো হবে, অপরাধ প্রবণতা কমে যাবে। 

তাই সরকার একটি নতুন আইনের প্রস্তাব করেছে।প্রস্তাবটিতে অন্তর্ভুক্ত রয়েছে কোন ধরনের মানুষদেরকে নির্বাসিত করা উচিত। নতুন নিয়মে উল্লেখযোগ্য হলো :
১. যারা ঋণ পরিশোধ করতে অক্ষম২. যারা বিভিন্ন উপায় সরকার থেকে টাকা নেয় যদিও তারা উপযুক্ত নয়। ৩. যারা অপরাধ সংঘটনকারী চক্রের সাথে যুক্ত বা সহযোগিতা করে। ৪. যারা সুইডেনের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এমন কিছু বলে।
মানুষের আচরণ খারাপ কি না সিদ্ধান্ত নেবে অভিবাসন আদালত। অভিবাসন মন্ত্রী জোহান ফোরসেল বলেন যে সরকার আশা করে ২০২৬ সালের নির্বাচনের আগে তাদের প্রস্তাব আইনে পরিণত হবে।

আইনজীবী জোহান স্টাফারের সে নাগরিক অধিকার রক্ষাকারীরা সংগঠনের সাথে যুক্ত।তিনি মনে করে আইন পরিবর্তন আনার ঝুঁকি আছে। এই আইন বাস্তবায়ন হলে সুইডিশরা কোন কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে না শাস্তির ভয়ে। মানুষ যা ভাবছে তা বলার সাহস পাবে না।জোহান স্টাফার আরও মনে করেন এই আইন সমাজের জন্য মঙ্গলজনক হবে না।