সুইডেনের বিভিন্ন স্থানে গত বুধবার প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এমনকি ইয়ংঙ্কোপিং-এ বৃষ্টিপাতের ফলে বন্যার সৃষ্টি হয়। বাড়ি, ঘর ও রাস্তাঘাটের প্রচুর ক্ষয় ক্ষতি হয়। যা মেরামতের জন্য কয়েক মিলিয়ন ক্রোনা খরচ হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সুইডিশ আবহাওয়া ও জলবিদ্যা ইনস্টিটিউট কর্তৃপক্ষ সতর্ক করছে যে শনিবার আবারও ভারি বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে। সাথে সাথে নতুন করে বন্যা হওয়ার ঝুঁকি রয়েছে। গোটাল্যান্ডে এবং গোটল্যান্ডে সবচেয়ে খারাপ পরিস্থিতির তৈরী হতে পারে। আশংকা করা হচ্ছে ঝড় শেষ পর্যন্ত সিয়ালন্ড পর্যন্ত পৌঁছাতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা ঝরো হাওয়া সহ ৩০ থেকে ৬০ মিলিমিটার বৃষ্টির আশংকা করছেন।
সুইডেন
সুইডেনে আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কতা
- লিখেছেন নিজস্ব প্রতিবেদক
- জুলাই ১২, ২০২৪
- ০ মন্তব্য
- ১ মিনিটের কম সময়
- 580 জন দেখেছে
Leave feedback about this