জানুয়ারি ২২, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
মতামত

সর্বজনীন উৎসব মানে এই না যে সবাইকে অংশ নিতেই হবে

অনুপম দেব কানুনজ্ঞ : ধর্ম যার যার, উৎসব সবার-এইটার মানে এই না যে আপনাকে কোনো একটা উৎসবে যোগ দিতে বাধ্য করা হবে বা হচ্ছে। এর মানে, পুরো আয়োজনের ধর্মীয় আচার ও অনুষ্ঠানে অংশ না নিয়েও শুধু উৎসব অংশটাতে আপনি চাইলে যোগ দিতে পারবেন, না চাইলে নাও দিতে পারবেন। তবে আনন্দ ভাগ করে নেয়ার সুযোগটা আপনার থাকছে।

সর্বজনীন উৎসব মানে এই না যে সবাইকে অংশ নিতেই হবে। সর্বজনীন মানে সবার জন্য। সবাই চাইলে উৎসবে অংশ নিতে পারবে, এটা কোনো ব্যক্তি বা পরিবার বা প্রতিষ্ঠানের সদস্যদের জন্য সীমাবদ্ধ না, ঘরোয়া আয়োজনও না।

সেক্যুলার হওয়া মানে ধর্মহীন হওয়া না। সেক্যুলার হওয়া মানে নির্দিষ্ট কোনো ধর্মীয় নিয়মে অন্যকে চালিত না করা, তাকেও নিজের ধর্মীয় অনুশাসন মানতে বাধ্য না করা। কোনো মানুষ ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ধর্মীয় আচার পরিপূর্ণভাবে মেনে চললেও সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সেক্যুলার হতে পারে। সূত্র : https://www.facebook.com/anupamdkan