শিশির ভট্টাচার্য্য : সমাজ বাইন্যার ছোট হাতুড়ির টুকুর-টাকুর আঘাতে ধীরে, অতি ধীরে বদলায়, কামারের বড় হাতুড়ির এক আঘাতে বদলায় না। ফরাসি বিপ্লবের আগের ও পরের ফরাসি সমাজ, রুশ বিপ্লবের আগের ও পরের রুশ সমাজ এমন কিছু আলাদা ছিল না। তরুণ সমাজের পরিবর্তে ‘জেনজি’, অস্বস্তির পরিবর্তে ‘পিনিক’ বলা শুরু হলেই সমাজ পাল্টে যায় না। ভাষা বদলালে সমাজ বদলায় না, বরং উল্টোটাই হয়। ‘কারকুন’ শব্দটা বাংলায় আর ব্যবহৃত হয় না, কারণ আগের সেই সমাজ আর নেই।
যারা ভাবছেন, একটা ‘সুযোগ’ পেয়ে সমাজ পাল্টে ফেলবেন, সংবিধান আর আইন বদলে সমাজ পাল্টাবেন, তাদের চুল বাতাসে পেকেছে। ১৯৭২ এর সংবিধানে ধর্মনিরপেক্ষতা যুক্ত ছিল মানেই, বাঙালি সমাজ তখন ধর্মনিরপেক্ষ ছিল না। শাস্তি দিয়ে দুর্নীতি ‘অসম্ভব’ করে তুললেই সমাজ বদলাবে না, ‘অপ্রয়োজনীয়’ করে তুলতে পারলেই সমাজ পালটাবে।
ট্র্যাফিক আইন বাংলাদেশে বিদেশের চেয়ে কম নেই, কিন্তু লাল আলোতে কেন শুধু ক্যান্টনমেন্ট এলাকাতেই গাড়ি থামে, অন্যত্র থামে না, সেই প্রশ্নের উত্তর জানা দরকার আগে। একটা উপযুক্ত মামলা দিয়ে দুর্নীতিবাজ মন্ত্রীকে গ্রেফতারটা পর্যন্ত করতে পারে না, গায়েবি মামলায় গ্রেপ্তার করতে হয়, হাসিনা আমলের মতো, তেনারা দেশ পরিবর্তন করে ফেলবেন! পরিবর্তন গাছে ধরে!
https://www.facebook.com/profile.php?id=527513653