মাসুদ রানা : রাষ্ট্র যদি বৈরী হয়, নাগরিকগণ কোথায় ও কার কাছে যাবে? তাদের যাওয়ার একটাই জায়গা, যা মানুষ রাষ্ট্রের আগে তৈরি করেছিলো। তার নাম লৌক্যাল কমিউনিটি বা স্থানীয় সম্প্রদায়। নিজের পাড়া, নিজের গ্রাম, নিজের মহল্লা, নিজের শহর, নিজের এলাকাকে ভালোবাসতে হবে। শক্তিশালী স্থানীয় অর্থনীতি গড়ে তুলতে হবে। সম্প্রদায়ের মানুষের ওপর আস্থা রাখতে হবে। নিজের স্থানীয় সম্প্রদায়ের প্রতি দায়িত্ববান হোন, ভালোবাসুন এবং একের বিপদে অন্য এগিয়ে যান। দেখবেন স্থানীয় সম্প্রদায় সমৃদ্ধ ও শক্তিশালী হয়ে উঠবে।
যদি সরকারী পেটোয়া বাহিনী কিংবা রাষ্ট্রীয় নির্যতক বাহিনী আক্রমণ করে, স্থানীয় সম্প্রদায়ের ভেতর থেকে প্রতিরোধ গড়ে তুলুন। বিনা লড়াইয়ে নির্যাতিত ও হত্যায়িত হওয়া মানবতার পরিপন্থী। আত্মরক্ষার জন্যে সম্প্রদায়কে সাথে নিয়ে লড়াই হচ্ছে প্রাথমিক মানবিক শিক্ষা ও সভ্যতার প্রথম সোপান। সম্প্রদায় ভুলে রাষ্ট্রের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হলে আপনাকে রাষ্ট্রের মার্সি বা অনুকম্পার ওপর বাঁচতে হবে।
রাষ্ট্র যখন একটি গোষ্ঠীর হস্তগত হয়, সে-গোষ্ঠী রাষ্ট্রকে তার স্বার্থে চালাতে চায়। আর, তাই যদি হয়, তখন আপনার রক্ষাকবচ কী?
ভেবে দেখুন, আপনি যতোই সম্প্রদায়ের ভেতরে বাস করবেন এবং সম্প্রদায়কে ভালোবাসবেন, আপনার বিপদে সম্প্রদায় আপনাকে রক্ষা করতে ততোই এগিয়ে আসবে। ২৮/১১/২০১৬। লণ্ডন, ইংল্যাণ্ড। ফেসবুক থেকে