জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বিশ্ব

রাজভবনের নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনীর হাতে রাখতে দরবার রাজ্যপাল সি ভি আনন্দের

পশ্চিম বাংলা সরকারের সাথে পশ্চিম বাংলার বাংলার রাজ্যপাল শ্রী সি ভি আনন্দের সঙ্ঘাত তুঙ্গে। তিনি কিছুদিন আগে পশ্চিম বাংলার তিন সরকারি আধিকারিক কে অপশন চেয়ে দরবার করেছেন কেন্দ্রীয়সরাস্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ এর সাথে। এই তিন জন আধিকারিক হলেন পশ্চিম বাংলার মুখ্যসচিব শ্রী গোপালিকা,আই এস এস সিনিয়ার ব্যাস্ ও কলকাতার পুলিশ কমিশনার শ্রী বিনীত কুমার গোয়েল আই পি এস ও ডি সি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় আগ পি এস। এদের বিরুদ্ধে রাজভবনের সাথে ঠিক মতো কথা শোনেন না। এবং রাজভবনের নিরাপত্তার কাজ করেন না। বহুদিন থেকে পশ্চিম বাংলার রাজ্যপাল শ্রী সি ভি আনন্দের সাথেই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোমালিন্য হচ্ছে। যায় ফলে বহু সরকারি কাগজ আটকে আছে রাজভবনের মধ্যে। রাজ্যপালের বিরুদ্ধে এক মহিলা শ্লীলতাহানি র অভিযোগ করেন।যা নিয়ে ইতিমধ্যেই কলকাতার হাইকোর্ট থেকে শুরু করে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল হয়েছে। ঠিক সেই সময় পশ্চিম বাংলার রাজ্যপাল শ্রী সি ভি আনন্দ কলকাতার পুলিশ রাজভবনের নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনী র হাতে দেবার জন্য অনুরোধ করেছেন কেন্দ্রীয় সরাস্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহের কাছে। যার ফলে ইগোর টানাপড়েনে, থমকে রয়েছে পশ্চিম বাংলার বহু নথি রাজভবনে। তবে পশ্চিম বাংলার সরকারের সঙ্গে পশ্চিম বাংলার রাজ্যপালের সঙ্ঘাত কতটা আকার নেয় এবং কতটা সাংবিধানিক অধিকার পায় তা লাখ টাকার প্রশ্ন থেকে যাচ্ছে। ইতিমধ্যেই কলকাতা থেকে দিল্লিতে রয়েছেন রাজ্যপাল শ্রী সি ভি আনন্দ। তিনি তার দাবি পূরণ করতে পারেন কি না সেটা দেখার বিষয়।

ভারত থেকে নিউজ দাতা: মনোয়ার ইমাম

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image
    Choose Video