জানুয়ারি ২১, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
মতামত

মুরুব্বি, দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর এই খেলা খুব ভয়ংকর!

আশরাফুল আলম খোকন : এমনিতেই দেশে চারদিকে স্বাধীন সাংঘর্ষিক অবস্থা বিরাজমান। সবাই যে যার মত স্বাধীনভাবে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তা দমন না করে, উল্টা একজন ধর্মগুরুকে গ্রেফতার করা হলো। আরেকটি স্পর্শকাতর জটিলতা, সরকার নিজেরাই সৃষ্টি করলো। গত কয়েকদিনে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান ঘোষণা দিয়ে ধ্বংস করা হলো। কতজনকে গ্রেফতার করেছেন?

সনাতন জাগরণীর মুখপাত্রের বিরুদ্ধে অভিযোগ, তিনি জাতীয় পতাকা অবমাননা করেছেন। হঠাৎ করে এই সরকারের মুক্তিযুদ্ধ প্রেম দেখে সন্দেহই জাগলো। ৫ আগস্টের পর দেশে প্রকাশ্যে পাকিস্তানের পতাকা, আইএসের পতাকা নিয়ে মিছিলও হয়েছে। কেউ কেউ প্রকাশ্যে দেশের জাতীয় সংগীত ও জাতীয় পতাকা পরিবর্তন নিয়ে বক্তব্য দিচ্ছেন।

তখন অবমাননা হয়নি? কাউকে গ্রেফতার করা দূরে থাকে, মামলাও হয়নি। তাদের পুলিশ প্রহরাও দেয়া হয়েছে। সংখ‍্যালঘুদের বেলায় উল্টো হলো কেন? ঢাকা ও চট্টগ্রামে তাদের উপর জামাত-বিএনপিকে দিয়ে হামলাও চালানো হলো। এটা করে কি সরকার তাদের ব‍্যর্থতার দৃষ্টি অন‍্যদিকে সরাতে চাচ্ছেন? দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর এই খেলা খুব ভয়ংকর মুরুব্বি। শুরু করতে পারবেন, ট‍্যাকেল দিতে পারবেন না। এই খেলায় দেশও ধ্বংস হবে, নিজেরাও ধ্বংস হবেন। ফেসবুক থেকে