জানুয়ারি ২২, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
খেলাধুলা

ভারত যাবে না পাকিস্তানে, আইসিসিতে অস্বস্তি!

সোমবার (১১ নভেম্বর) লাহোরে অনুষ্ঠানটির সময় নির্ধারণ করেছিল আইসিসি। তবে নতুন করে ভারতের খেলতে না যাওয়ার ঘোষণা পেয়ে তারা সেটি বাতিল করেছে। এক কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। তিনি জানান, ‘সূচি এখনও চূড়ান্ত নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি নিয়ে আয়োজক ও প্রতিযোগী দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। সূচি চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।-তথ্যসূত্র আমাদেরসময় ডটকম

পাকিস্তানে ওই অনুষ্ঠানটি হওয়ার মধ্য দিয়ে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ১০০ দিনের কাউন্ট ডাউন শুরু হতো। তবে সূচি নিয়ে জটিলতা তৈরি হওয়া এবং ভারতের আপত্তিতে সেই সূচিতে থাকা ভেন্যুও সম্ভবত পরিবর্তন হতে চলেছে। নির্ধারিত সূচি অনুযায়ী– আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে ভারতের জন্য শেষ পর্যন্ত নিরপেক্ষ ভেন্যু বা হাইব্রিড মডেলে টুর্নামেন্টটি গেলে সেই সূচিতে ব্যাপক পরিবর্তন আনা হবে।
পিসিবির এক সূত্র আগামীকালের অনুষ্ঠান বাতিল নিয়ে ক্রিকবাজকে জানিয়েছেন, ‘এটি কেবলই ট্রফি ট্যুরের যাত্রা কিংবা টুর্নামেন্ট/ব্রান্ডিং লঞ্চ করার উপলক্ষ্য ছিল। সেটি পরবর্তীতে আবারও অনুষ্ঠিত হবে, কারণ এই মুহূর্তে লাহোরের আউটডোর কার্যক্রম চলমান। ওই পরিস্থিতিতে সেখানে ইভেন্ট আয়োজন কঠিন।

যদিও ওই অনুষ্ঠান বাতিলের আসল কারণ জানানো হয়নি। ক্রিকেট মহল বলছে, ভারতীয় ক্রিকেট বোর্ড যেহেতু মৌখিকভাবে আইসিসিকে জানিয়ে দিয়েছে যে, ভারতীয় দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য পাকিস্তানে পাঠানো হবে না, তাই আপাতত বিপাকে পড়েছে আইসিসি। এই পরিস্থিতিতে ভারতের জন্য হাইব্রিড মডেলে পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার একটি প্রসঙ্গও উঠেছে।