গতকাল গভীর রাতে বিহারের পূর্ণিয়া জেলার ভবানীপুর বাজার এলাকায় ব্যাবসায়ী ও আর জে ডি নেতা গোপাল ইয়াদুর কে হত্যা করে কিছু অপরাধীর দল। সেই ঘটনার পর পাটনা থেকে ছুটে যান বিহারের সাবেক উপ মুখ্যমন্ত্রী ও আর জে ডি নেতা তেজস্বী যাদব। তিনি বলেন যে দিনের পর দিন বিহারের অপরাধীদের সংখ্যা বেড়ে দ্বিগুণ হতে চলেছে।আর এখানে বিজেপি ও জেডিউ সরকার কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে না। এমন ঘটনা ঘটতেই থাকলে আগামী দিনে ভারতের বিহার রাজ্যের অপরাধীদের স্বর্গ হইতে বাকি থাকবে না।আর জে ডি নেতা র দাবি অবিলম্বে গোপাল ইয়াদুর হত্যার আসামী কে গ্রেফতার করতে হবে। সেই সঙ্গে বিহারের আইন শৃঙ্খলা কে কঠোর ব্যবস্থা করতে হবে। নতুবা আগামী দিনে আইন শৃঙ্খলা ভেঙে পড়লে তার দায় বিজেপি ও বিজেডি কে নিতে হবে। এদিন পূর্ণিয়া জেলার পুলিশ সুপার কে বলেন যে অবিলম্বে গোপাল ইয়াদুর হত্যার অপরাধীদের ধরতে হবে। নতুবা আগামী দিনে বিহারে গনতান্ত্রিক ভাবে আন্দোলন শুরু হবে। নিহতের বাড়িতে দেখা করতে যান বিহারের সাবেক উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
ভারত থেকে নিউজ দাতা: মনোয়ার ইমাম
Leave feedback about this