পক প্রণালীতে শ্রীলঙ্কার নৌসেনার তাড়ায়, মৃত্যু ভারতীয় ধীবরের, নিখোঁজ এক
নয়াদিল্লি ও কলম্বো র বর্তমান কূটনৈতিক সম্পর্ক নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে পক প্রণালীতে শ্রীলঙ্কার নৌসেনার তাড়ায় মৃত্যু হয়েছে এক মৎস্যজীবী র এবং নিখোঁজ এক। এই ঘটনার পর ভারতের বিদেশ মন্ত্রকের কর্তারা শ্রীলঙ্কায় অবস্থিত ভারতের রাষ্ট্রদূত শ্রী বিক্রম রনসিঙ্গদে কে তলব করে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে। গতকাল ভারতের উপকূলীয় এলাকায় মাছ ধরার ট্রলার নিয়ে যায়