বেলেম টাওয়ার লিসবন
বেলেম টাওয়ার লিসবনের অন্যতম দর্শনীয় স্থান যা টাগুস নদীর তীরে অবস্থিত একটি শক্তিশালী মধ্যযুগীয় দুর্গ। বেলেম টাওয়ার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এর পাশে জেরোনিমোস মনাস্ট্রি (মোস্টেইরো ডস জেরোনিমোস) এই দুইটা পর্তুগালের সামুদ্রিক ঐতিহ্যের একটি স্থায়ী প্রতীক, এটি ১৬ শতকের প্রথম দিকে নির্মাণ করা হয়েছিল।