আজও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার ধীরগতি
যমুনা সেতুর ওপর সড়ক দুর্ঘটনা ও একাধিক গাড়ি বিকল এবং অতিরিক্ত যানবাহনের কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের অংশে ১৭ কিলোমিটার যানবাহন চলাচলের ধীরগতির তৈরি হয়েছে। রোববার (১৫ জুন) সকাল থেকে যমুনা সেতু থেকে পুংলি পর্যন্ত এ ধীরগতি তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন এ সড়ক দিয়ে চলাচলকারীরা৷ তবে যানজট নিরসনে পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে কাজ করছেন।