শেখ হাসিনা কি ট্রাভেল ডকুমেন্ট পাওয়ার পরে আট-দশটি দেশে যাচ্ছেন?
মনজুরুল হক : ৮ আগস্ট ক্ষমতাসীন হয়ে ইউনূস সাহেব আর তার উপদেষ্টাগণ তের দিনের মাথায় শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক লাল পাসপোর্ট বাতিল করে দিলেন। ভাবলেন; হাসিনা আর দেশে তো ফিরতে পারবেনই না, এমনকি ভারত ছেড়ে কোথাও যেতেও পারবে না। আবার ভারতেও থাকতে পারবে না, কারণ ইউনূস সাহেব ভারতীয় সংবাদমাধ্যম-পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ভারতকে হুমকি দিয়ে বলেছিলেন-‘আমরা হাসিনাকে


