বাংলাদেশের কোনো মিডিয়া এখন পারবে আওয়ামী লীগের সুনাম লিখতে?
তসলিমা নাসরিন : নাহিদ ইসলাম বলেছেন, দেশের ৫৩ বছরের ইতিহাসে এখনই নাকি গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা উপভোগ করছে। আমি তো ‘বাংলাদেশ প্রতিদিন’ নামের পত্রিকায় প্রতি সপ্তাহে ১০ বছর কলাম লিখেছি, আগস্টের ৫ তারিখে আমার কলাম বন্ধ হয়ে গেল। আমি মত প্রকাশের স্বাধীনতা হারালাম। শিবির-হিজবুতি সরকারের ভয়ে কোনও সংবাদপত্র আমার কলাম ছাপাতে পারছে না, কোনও মিডিয়া আমার


