জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বিশ্ব

প্রবল জলস্রোত ও জলপ্রবাহের কারণে ভারতের দিঘায় সুমদ্র না নামতে সতর্কতা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের

সারা বাংলায় প্রবল বেগে ভারী বৃষ্টিপাত ও তিস্তা নদীর এবং ডিভিসির জল ছাড়াতে এমনিতেই হিমশিম খাচ্ছেন প্রশাসন। তার উপর পশ্চিম বাংলার দিঘায় সুমদ্র প্রবল জল বড় বড় ঢেউ ও ঘুর্নির কারণে সমুদ্রে নামতে নিষেধ করেছেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে। কারণ বড় বড় ঢেউ যেকোনো সময় তলিয়ে নিয়ে যেতে পারে পর্যটকদের।তাই দিঘায় মাইকিং করে প্রচার শুরু করে দিয়েছে দিঘা থানার পক্ষ থেকে। এবং অযথা বাড়াবাড়ি করে সমুদ্রে গোসল ও মনোরঞ্জন করতে নিষেধ করা হয়েছে। কিছুদিন আগে বড় বড় কথা ঢেউ তলিয়ে নিয়ে গেছে পর্যটকদের।তাতে মৃত্যু হয়েছে সাধারণ পর্যটকদের। স্হানীয় হোটেল ও রেস্টুরেন্ট এবং দোকানদারকে আগাম সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।নজর রাখতে সি সি টি ভি ক্যামেরা লাগানো হয়েছে। প্রতি বছর বর্ষায় বহু মানুষ ভীড় জমায় দিঘায়। এবছর তার ব্যাতিক্রম নয়। দিঘায় সুমদ্র বারবার বড় বড় পাথর ও কনকিট পাথর দিয়ে বাঁধাই করা হয়েছে। কিন্তু তার সত্য ও দুর্ঘটনা এড়াতে পারছেন না প্রশাসনের কর্মকর্তারা।তাই ঘোর বর্ষায় দিঘার সমুদ্রের পানি তে নামতে নিষেধ করেছেন। এবং ভরা কটালে দিঘার সমুদ্রের পানি ফুঁসতে থাকে। এবং বড় বড় ঢেউ উপচে পড়ে পাড়ে। তখন দুর্ঘটনা ঘটে থাকে। সেই সময় সমুদ্র থেকে দূরে থাকতে হবে পর্যটকদের। পুলিশের টহলদারি চলছে দিঘার সমুদ্রে সৈকত এলাকায়।

কলকাতা থেকে নিউজ দাতা: মনোয়ার ইমাম

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image
    Choose Video