জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ মতামত

পুজোর অনুষ্ঠানে জিহাদিদের গান!

তসলিমা নাসরিন : মাত্র তিন/চার দিনের দুর্গা পুজো। বাংলাদেশে এই কটা দিনও শান্তিতে হিন্দুদের পুজো করতে দেয় না মুসলমানেরা। প্রতিমা ভাঙবে, মন্দিরে আগুন দেবে, ঢাক বাজাতে দেবে না, মাইক বাজাতে দেবে না। এবার তো মণ্ডপের সামনে সেনাবাহিনী বসানো হয়েছে। মূলত দুনিয়াকে দেখানোর জন্য যে তারা হিন্দুবিদ্বেষী নয়। ১১ অক্টোবর চট্টগ্রাম মহানগরের পুজোর অনুষ্ঠানে গান গেয়েছে কতগুলো জিহাদি।

ইসলামের গান গাইছে। তারা কি ভেবেছে, নামাজ চলাকালীন মসজিদের ভেতর যদি হিন্দুরা জোরে সোরে কীর্তন গাইতে থাকে, তাহলে কেমন লাগবে মুসলমানদের? তারা কি ভেবেছে, তাদের ইসলামী জলসায় যদি হরে কৃষ্ণ হরে রাম গায় এক দল হিন্দু? না, মুসলমানরা, আমি লক্ষ্য করেছি, কখনও তাদের কীর্তিকলাপের বিপরীত দিকটা চিন্তা করে না। চিন্তা করলে শিউরে উঠবে নিশ্চয়ই।
মুসলমানদের মতো এত অভদ্র, এত অশ্লীল, এত অশিষ্ট, এত অসভ্য জাত বোধহয় আর হয় না।
https://www.facebook.com/nasreen.taslima