জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

দুই মাসে আওয়ামী লীগ যেভাবে রিকভার করেছে সেটা খুবই সিগনিফিক্যান্ট

মুশফিক ওয়াদুদ : আমাদের সবচেয়ে বড় ঘটনা মুক্তিযুদ্ধ। এটা অস্বীকার করার কোন উপায় নাই। ইতিহাসে এর আগে কখনই আমাদের স্বশাসন ছিল না। এই প্রথম আমাদের মধ্য থেকে একজন শাসক হওয়ার সুযোগ পেয়েছে।
সে যুদ্ধে বিরোধিতা করেছিল জামায়াতে ইসলামী এবং চীনপন্থী বামরা। যুদ্ধের নয় মাস পাকিস্তানী বাহিনীর সহযোগি ছিল জামায়াতের নেতাক‌র্মীরা। গণহত্যার সম‌র্থক ছিল। এবং যুদ্ধে জিতলে ক্ষমতার অংশীদার হতো।

যুদ্ধের পর এতটাই জনরোষ ছিল জামায়াতের লোকজনের বিরুদ্ধে যে বহু জায়গায় পিটিয়ে মারার ঘটনা ঘটেছিল ।
সেই জামায়াত এবং চৈনিক বাম দল গুলো কি বাংলাদেশে রাজনীতি করছে না? জামায়াত ভালো ভাবেই করছে। নেতারা মন্ত্রী হয়েছে। এবং দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ছাত্র সংগঠণ নিয়ন্ত্রণ করে।

যে সব বিশ্লেষকরা মনে করেন আওয়ামী লীগ শেষ আর রাজনীতি করতে পারবে না, তারা নিজেদের আবেগ কে বিশ্লেষণ থেকে আলাদা করতে পারেন না বলেই আমি মনে করি। আওয়ামী লীগের প্রতি ক্ষোভ থেকে এমনটা বলেন।
জামায়াত সে অবস্থা থেকে রাজনীতি তে ফিরে আসতে পারলে, আওয়ামী লীগ পারবে না কেন?

গত দুই মাসে আওয়ামী লীগ যেভাবে রিকভার করেছে সেটা খুবই সিগনিফিক্যান্ট। বিশেষ করে গতকালের আইনজীবীদের মিছিল টা গুরুত্বপূ‌র্ণ। অনলাইনেও তাদের লোকজন ব্যাপক ভাবে ফিরে আসছে।

জামায়াতের ভোট ৮ কি ১০ শতাংশ। তারপরও আওয়ামী লীগ চেষ্টা করেও জামায়াত কে নিশ্চিহ্ন করতে পারে নাই। ২০০৮ সালে আওয়ামী লীগ ভোট পেয়েছিল ৪০ শতাংশ। এখন যদি ২০ শতাংশও ভোট থাকে, তাহলেও আওয়ামী লীগ কে রাজনীতি থেকে বাদ দেয়া সম্ভব হবে বলে আমার মনে হয় না। লেখক ও গবেষক। ফেসবুক থেকে