জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
রাজনীতি

দাবি সামাল দিতে বেসামাল অন্তর্বর্তী সরকার!

অন্তর্বর্তী সরকারের ৩ মাস পূর্ণ হয়েছে ৮ নভেম্বর। এই সময়ে প্রায় প্রতিদিনই কোনো না কোনো দাবিতে সড়ক অবরোধ করা হচ্ছে। ১৮ নভেম্বর গার্মেন্টস শ্রমিকেরা বিক্ষোভ করছে। গাজীপুর মহানগরীর পানিশাইল এলাকায় একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছেন। এ সময় দুই কারখানার শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেক্সিমকো কারখানার শ্রমিকরা গত দু’দিনের মতো সোমবার সকাল থেকে চক্রবর্তী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ওই কারখানার কারণে আশপাশের অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এছাড়া গত ১ নভেম্বর থেকে পানিশাইল এলাকার ডরিন ফ্যাশন লিমিটেড কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। রোববার কারখানা খুলে দেয়া হলেও দুপুরের পর ছুটি ঘোষণা করা হয়।

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরে কমিশন গঠনের দাবিতে সচিবালয়ে অনশনে বসেছেন প্রতিষ্ঠানটির ১৪ শিক্ষার্থী। একই সময়ে রাজধানীর মহাখালীতে অবস্থিত কলেজের ফটকের সামনের সড়ক অবরোধ করে ফের বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। অনেকদিন ধরেই সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা এবং তিতুমীর বিশ্ববিদ্যালয় কমিশন গঠনেরর দাবি জানিয়ে আসছিল কলেজের শিক্ষার্থীরা। এই দাবিতে বেশ কয়েকবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন তারা।

চাকরিচ্যুত ৬ রাইফেল ব্যাটালিয়নের সব সৈনিকদের বেতন-ভাতা ও সব সুযোগ সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করাসহ ৫ দফা দাবি জানিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ‘২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের জের ধরে ৬ রাইফেল ব্যাটালিয়ন জামালপুর, এর নিরপরাধ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের’ দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুরে একাডেমিক ভবন-৩ এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন করে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এসএম হাসান তালুকদারের কাছে স্মারকলিপি পেশ করেন। এ মানববন্ধন এবং বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিগত সময়ে সাধারণ ছাত্র-শিক্ষক নির্যাতনে প্রত্যক্ষভাবে যুক্ত এবং সক্রিয়ভাবে রাজনৈতিক প্রভাব বিস্তারের সঙ্গে যুক্ত সব শিক্ষকদের শাস্তিার দাবিতে বিক্ষোভ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষকদের স্থায়ীভাবে চাকরিচ্যুত এবং ক্যাম্পাসে আজীবন প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানান। এ ছাড়া উপাচার্যের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ করেছেন চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা। সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে এই বিক্ষোভ শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ অনিয়মিত বেতন দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রবিউল হোসেনকে শেখ হাসিনা দোসর দাবি করে তাকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বিপ্লবী ছাত্র-জনতা। সম্প্রতি তারা এই মানববন্ধন করেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে দেশের জনসাধারণের আমানতের অর্থ লোপাট, পাচারসহ নানা দুর্নীতির অভিযোগ এনে রবিউল হোসেনকে অবিলম্বে প্রত্যাহারসহ তাকে আইনের আওতায় এনে পাচার করা অর্থ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

নরসিংদীর বেলাব সরকারি হোসেন আলী কলেজের অধ্যক্ষ বীরেশ্বর চক্রবর্তীর অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। এ ছাড়া পলাতক, ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, অর্থ আত্মসাৎকারী, রাতের আঁধারে পকেট কমিটি গঠন, স্বেচ্ছাচারীসহ নানা অনিয়মের অভিযোগ তুলে আজ সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এই বিক্ষোভ হয়।

মৌখিক পরীক্ষার দাবিতে পেট্রোবাংলার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্বখাতে ১৭ ক্যাটাগরিতে কর্মচারী পদে মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে তারা এই কর্মসূচি পালন করছেন। পেট্রোবাংলা জানায়, তাদের মধ্য থেকে তিন জন প্রতিনিধিকে ডেকে আলোচনা করা হচ্ছে।

ডিজিটাল লটারি নয়, পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবিতে রাজধানীর আসাদগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। এতে সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। অনেকে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে যান। েরোববার (১৭ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে শিক্ষার্থীরা আসাদগেট এলাকায় গণভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, করোনাভাইরাস পরিস্থিতিতে লটারি চালু করা হয়েছিল। সেটি এখন না থাকলেও কয়েক বছর ধরে লটারির মাধ্যমে ভর্তিপ্রক্রিয়া চলে আসছে। মেধা থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটিতে পড়ার সুযোগ হারাচ্ছেন।

১৮ নভেম্বর এক দফা এক দাবি এই শ্লোগানে ঠাকুরগাঁওয়ের পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায়ের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের কর্মসূচি হিসেবে সোমবার সকালে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ময়মনসিংহে ফয়সাল খান ওরফে শুভ নামের এক তরুণকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধারের পর মৃত্যুর ঘটনায় ১৮ নভেম্বর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের কাশিপুর এলাকার ঈশ্বরগঞ্জ-আঠারোবাড়ি সড়কে এ কর্মসূচি পালন করেন তাঁর স্বজন ও এলাকাবাসী। তথ্যসূত্র আমাদেরসময় ডটকম