মাজহারুল ইসলাম জুয়েল : দাবায়ে রাখতে পারবা না। তাপসীরা সেই বাঙালি যারা হাসিমুখে ‘জয় বাংলা’ বলে মৃত্যুকে আলিঙ্গন করে নেয়। ইউনূস শাহীর ফ্যাসিজমের শিকার মেধাবী সরকারি কর্মকর্তা তাপসী তাবাসসুম ঊর্মি। শুধু মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলায় তাঁকে শাস্তিমূলক ওএসডি করেছেন ইউনূস। এ হলো, ইউনূস শাহী বাকস্বাধীনতার নিদর্শন! এমন অসংখ্য সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীর সদস্যরা ইউনূসের নিগ্রহের শিকার। হোক প্রতিবাদ।
কী বলেছিলেন তাপসী যার জন্য তাকে শাস্তিমূলক ওএসডি করা হয়? ‘বঙ্গবন্ধু সারা বাংলাদেশের মানুষের নেতা, জয় বাংলা সারা বাংলাদেশের মানুষের স্লোগান, এটা মুক্তিযুদ্ধের স্লোগান, এটা বাঙালির স্লোগান।’ তাপসী তাবাসসুম উর্মি, কোটি বাঙালির কণ্ঠস্বর। #এটিম