জানুয়ারি ২২, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বিশ্ব

ট্রাম্পের জয় প্রায় নিশ্চিত!

আজিজুর রহমান আসাদ : মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয় প্রায় নিশ্চিত। কেউ খুশি, কেউ হতাশ। সামান্য হলেও কিছু পরিবর্তন তো হয়েই গেছে, মনোজগতে। ভু-রাজনীতির ক্ষেত্রে, ‘সামান্য’ নীতি পরিবর্তন এক সময় ‘অসামান্য’ হয়ে ওঠে।

‘সেনসিটিভ ডিপেন্ডেন্স অন্ ইনিশিয়াল কন্ডিশন”। বাটারফ্লাই এফেক্ট। কোথাকার জল কোথায় গড়ায়, আর কোন বাতাস কোথায় গিয়ে ঝড় তুলবে, আগে থেকে বলা মুশকিল। তবে, ‘বেস্ট ওয়ে টু প্রেডিক্ট দ্য ফিউচার ইজ টু ক্রিয়েট ইট’। লেখক: গবেষক। ফেসবুক থেকে