জানুয়ারি ২১, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
মতামত

টু সাকিব আল হাসন

নূরী জাহানারা : বেটা সাকিব, আজ একজন ক্রিকেটার এর জন্য, তার ভক্তরা রক্ত দিয়েছে যা ক্রিকেট ইতিহাসে বিরল। তুমি নিশ্চয়ই জীবনের শেষ খেলাটা খেলতে না পেরে ভীষণ বিষন্ন হয়ে ছিলে? নিশ্চয় তোমার বুক ভেঙ্গে গিয়েছিল এই ভেবে যে ভক্তদের কারণেই তাদেরই জন্য, দেশেরই জন্য কতোবার জীবন পণ করে খেলেছো, অথচ তোমার শেষ ইচ্ছা পূরণ করে নি দেশ। দেশ আজ ৭১ এর হায়েনাদের দখলে।

কতো বার ওই চৌদ্দ গজের ভেতর দৌড়াতে দৌড়াতে তুমি আর কিছু ভাবো নি শুধু খেলে গেছো উইকেটের শেষ দাগ তক। ব্যারিয়ারের শেষ দাগের বাইরে বল পাঠাতে তোমাকে কতো শান্ত থাকতে হয়েছে। খেলা শেষে ভক্তদের উল্লাস, ভকতদের রাগ তোমাকে হয় উজ্জীবিত করেছে, নয় তো বিষন্ন করেছে।

কিভাবে ইউ এ ই থেকে তুমি তোমার পরবর্তি ডেসটিনেশনের উইকেট পার হলে? তা ছিল বুঝি তোমার জীবনের দীর্ঘতম উইকেট। রুদ্ধ কণ্ঠ, উষ্ণ অশ্রুজল ঠেলে নিজের স্বত্ত্বার ভেতরে পাঠিয়ে দিয়ে অপরিচিত অচেনা পথের মানুষদের সাথে কথা বললে, টিকেট চেক করালে, বোর্ডিং পাস নিলে, উড়োজাহাজের উষ্ণ আরামদায়ক জরায়ুর ভেতর তুমি কি কেবলই তেমাার মীরপুরের মাঠের জনাকীর্ণ হৃদয়গুলোর উত্তাপ অনুভব করছিলে?

তোমার বেদনা কি পরিমান বেড়ে গিয়েছিল তা আমরা অনুমান করতে পারি না। তোমার হুহু কান্না আমরা শুনতে পাচ্ছিলাম না। আমরা তোমাকে ভালোবেসে গৌরবের সাথে ক্রিকেট থেকে বিদায় দিতে পারি নি। এ আমাদের ব্যার্থতা।
কিন্তু তোমার ভক্তরা তোমার বিদায়ের পথে উষ্ণ শোনিত ঢেলে দিয়েছে আজ। জানি তুমি তা চাও নি। তুমি শুধু খেলার মাঠে ব্যাট চালাতে চালাতে ক্রিকেটের সুখস্মৃতি নিয়ে বিদায় নিতে চেয়েছিলে। তোমার কষ্ট ভুলে যাও। তোমার এই ভক্ত বাঙ্গালী সন্তানদের মনে রাখো।

পৃথিবীর অন্য কোনোখানে বাংলাদেশের পুত্র হয়ে ক্রিকেট দুনিয়ায় যা তুমি করতে পারো, করো। আশা করি সেই সুযোগ তুমি পাবে। আর অপেক্ষা করো দেশে ফেরার। আবার ফিরবে তুমি। নিশ্চয়ই ফিরবে। তোমার জন্য আশীর্বাদ। ফেসবুক থেকে