জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
মতামত

ছাত্রলীগ নিষিদ্ধ করায় সবচেয়ে বিপদে পড়বে ছাত্রদল!

নাসরিন সুলতানা : কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা কেবল সেই রাজনৈতিক দলের সাথে অন্যায্য নয়, বরং তা জনগণের নির্বাচন করার অধিকার সীমিত করে দেয়া। একদিকে তাদেরকে রাজনীতি করার স্বাধীনতা দিচ্ছেন আবার অন্যদিকে তার রাজনীতির গন্ডি বেঁধে দিচ্ছেন। দ্বিতীয়ত, রাজনৈতিক দল একটি general term যা নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে না। বরং কতগুলো মূলনীতির ধারক হিসেবে একদল ব্যক্তিকে নির্দেশ করে। যেমন, আমি যদি “মানুষ” পদটি ব্যবহার করি তবে তা অতীত বর্তমান ভবিষ্যতের সকল মানুষকে নির্দেশ করে এই শর্তের ভিত্তিতে যে যাদের জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং নির্দিষ্ট শারিরীক গঠন থাকবে তাদেরকে মানুষ বলা হবে। তাহলে, সক্রেটিস, প্লেটো, রহিম, করিম সবাইকে মানুষ বলা হবে। সুতরাং, অপরাধ যে করে শাস্তি তার হওয়া উচিৎ। কোন মূলনীতির বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা যায় না যদি না সেই মূলনীতি সন্ত্রাসী হয়।

তৃতীয়ত, ছাত্রলীগ নিষিদ্ধ করায় সবচেয়ে বিপদে পড়বে ছাত্রদল। একটি পরিবারের কথা চিন্তা করুন। প্রথমে পরিবারের সবাই মিলে প্রতিবেশীর সাথে প্রতিযোগিতা করে। এই প্রতিযোগিতা পরিবারের সকল সদস্যদের মধ্যে সম্পর্ক মজবুত করে। ধীরেধীরে পরিবারের ছেলেমেয়েরা যখন বড় হয় তখন নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। স্বামীস্ত্রী যখন নানাবিধ পারিবারিক সমস্যা মোকাবেলা করে তখন তাদের সম্পর্ক মধুর থাকে। যখন তাদের সকল স্ট্রাগল শেষ হয়ে যায় তখন নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হয়। কোনকিছু চুরি গেলে দোষ চাপানোর জন্য হলেও কেষ্ট বেটা নামক একজন থাকলে সংসারে শান্তি বজায় থাকে। আজ থেকে ভবিষ্যতের সকল প্রতিযোগিতা হবে ছাত্রদল, ছাত্র শিবির আর সমন্বয়কদের মধ্যে। নেতৃত্ব কার হাতে থাকে দেখা যাক। সরকারের উচিৎ ছিল

শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সকল জাতীয় রাজনীতি বন্ধ করা। ১৮ বছর হলে ব্যক্তি যদি ভোটাধিকার পায়, তাকে কেন ছাত্র সংগঠন নামে আলাদা রাজনীতি করতে হবে? সে তো মূলধারার রাজনীতির অংশ। গণতন্ত্রে একজন ছাত্র, একজন অছাত্র, একজন শ্রমিক সকলের ভোটের মান সমান। তাই যদি হয় তবে কোন রাজনৈতিক দলেরই ছাত্র সংগঠন, যুব সংগঠন থাকার দরকার নেই। কোন বস্তু যদি নিষিদ্ধ হয়, তবে তা সেবন করা বা ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ। আমার কমনসেন্স বলে কোন কাজ অপরাধ হলে আইনের কোননবিশেষ ধারা উল্লেখ করে তার জন্য শাস্তিরও ব্যবস্থা থাকা উচিৎ। যেমন মাদক সেবন নিষিদ্ধ এবং তা শাস্তিযোগ্য অপরাধও। একটা ছাত্র সংগঠনকে সরকার নিষিদ্ধ করেছে কিন্তু তাহার সাথে জড়িত থাকলে কি হবে সে বিষয়ে কিছু বলা নাই। বিষয়টা কেমন হলো না? ফেসবুক থেকে