ভয়েস অব সুইডেন : সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি আজ উঠলো তা কিন্তু নয়। আগের সরকারের সময় থেকে উঠছে। এটা বেশ বড় দাবি। চাকরির বয়স ৩৫ করার দাবির পক্ষে আমি। কারণ এটা খুবই যৌক্তিক একটা দাবি। আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যান, চাকরির কোনো বয়সসীমা নেই।
খুব সম্প্রতি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এটিএন নিউজের টকশোতে তিনি আরও বলেন, চাকরির বয়স ৩০-এটা পৃথিবীর কয়টা দেশে আছে? কয় দেশে আছে, বলুক তারা। আমাদের আমলারা এটা জোর করে আটকে রেখেছেন। এই সরকার চাকরিতে প্রবেশের বয়স বাস্তবায়ন করবে না। কী কারণে করবে না? কারণ আমলার শিরোমনি একজন আছেন উপদেষ্টার দায়িত্বে। উনি এটা করতে দেবেন না। কেননা উনি এর ঘোর বিরোধী। কমিটি গঠন করে দিলেও তা বাস্তবায়িত হবে না।
ভিডিও থেকে শ্রুতিলিখন করা হয়েছে।
Leave feedback about this