২০১৬ সালে চট্টগ্রামে করা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা বাতিল করেছে হাইকোর্ট। একইসঙ্গে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে করা ছয় মামলাও বাতিল করা হয়েছে। বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ রিফাত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।-খবর বিবিসি বাংলা
এর আগে, ২০১৬ সালের তিন অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি এবং শেখ মুজিবুর রহমানকে অবমাননার অভিযোগে খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে তথ্য প্রযুক্তি আইনে মামলাটি দায়ের করা হয়।
সেসময় বিএনপির বহিষ্কৃত নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ইরাদের নামে খোলা একটি ফেইসবুক পাতা থেকে ২০১৬ সালে শেখ হাসিনাকে হত্যার হুমকি এবং তার আগে শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যাঙ্গাত্মক ছবি দেয়া হয়।
পরে ওই বছর তিন অক্টোবর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর (সংশোধিত ২০১৩) ৫৭ ধারায় অভিযোগটি দায়ের করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সুজন জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালতে মামলাটি দায়ের করেন।
পরে আদালত অভিযোগ আমলে নিয়ে তা মামলা হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।
পরবর্তী সময়ে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।