বাংলাদেশ প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে যার অধীনে, তিনি হলেন আকবর আলী। অধিনায়ক হিসেবে বেশ নাম-ডাক রয়েছে তার। তবে এই ক্রিকেটার এবার অঘটনের জন্ম দিয়েছেন। চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সর্বশেষ ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের জন্য দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। এই প্রতিযোগিতায় তিনি রংপুরের অধিনায়কত্ব করছেন।-খবর আমাদের সময় ডটকম
এর মধ্যে সরাসরি এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক। আর অন্য ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তার নামের পাশে ডিমেরিট পয়েন্ট যোগ হওয়া। ৫-এর অধিক ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। তার নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।