জানুয়ারি ২২, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

কালো রঙের এমন পতাকা কারা ব্যবহার করে জানেন কি?

সাইফুদ্দিনি আহমেদ নান্নু : ধর্মের নামে আমাদের তরুন সন্তানদের হাতে কালেমা লেখা কালো পতাকা তুলে দিচ্ছেন যারা তারা সামনে আসুন, বলুন আপনারা কারা? আপনারা কী চান, আপনাদের লক্ষ্য কী?
পৃথিবীতেতো আরও রঙ আছে কালেমা লেখা পতাকা বহন করতে চাইলে সবুজ, হলুদ, লাল, সাদা রঙ বেছে নিন। সেটা নিচ্ছেন না কোন মতলবে?

কালো রঙের এমন পতাকা কারা ব্যবহার করে জানেন না?
আল-কায়েদা ব্যবহার করে, আইএস আইএসসহ আরও অনেক সশস্র জঙ্গী গোষ্ঠী ব্যবহার করে।
দয়া করে এই দেশটাকে বিদেশের কাছে জঙ্গীদের দেশ হিসেবে তুলে ধরবেন না। অর্থনৈতিক, ভূরাজনৈতিক, সামাজিক ক্ষেত্রে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে।

এসব ছবি ইতোমধ্যেই বিশ্বের প্রভাবশালী মিডিয়ায় চলে গেছে।
কালেমা লেখা পতাকা ব্যবহার করতে চাইলে সবুজ বা অন্য রঙ বেছে নিন। কালোর ধারে কাছে না।

অভিভাবকদের বলছি, সন্তানদের সচেতন করুন, ওরা না বুঝে এসবে জড়াচ্ছে। কেউ ওদের ব্যবহার করছে।
এই পতাকাসহ একটি ছবি আপনার, আমার সন্তানদের ইউরোপ, আমেরিকায় উচ্চশিক্ষা নেবার, চাকুরি করতে যাবার সব পথ বন্ধ করে দিতে পারে। চির জীবনের জন্য জঙ্গী সংশ্লিষ্টতার ট্যাগ লেগে যেতে পারে। সূত্র : https://www.facebook.com/ahmednannu
.