জানুয়ারি ২২, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
মতামত

কতিপয় অযাচিত সংস্কার প্রস্তাব

শামসুদ্দিন পেয়ারা : ১. দেশে কোনো রাজনৈতিক দল থাকবে না। দেশ চলবে রাজনৈতিক দল ও দলীয় নেতৃত্বের নিয়ন্ত্রণহীন স্বাধীন ও স্বতঃস্ফূর্ত গণতান্ত্রিক ধারায়।

২. প্রতিটি উপজেলা হবে এক‌ একটি স্বয়ংসম্পূর্ণ রাজনৈতিক অঞ্চল ও ইউনিট।

৩. উপজেলা চেয়ারম্যান জাতীয় সংসদে ঐ উপজেলার জনগণের প্রতিনিধিত্ব করবেন। তিনি হবেন তার উপজেলার সংসদ সদস্য।

৪. ২০২৪ সালের ৫ আগস্টের আগে বিভিন্ন সরকারের আমলে যারা মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, উপদেষ্টা, এমপি, রাষ্ট্রদূত, যুগ্ম সচিব বা তদূর্ধ্ব পদবীর সরকারি চাকুরি করেছেন তাঁরা কেউ কখনো কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।

৫. উপজেলা চেয়ারম্যানগণ জাতীয় সংসদে মিলিত হয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সরকার গঠন করবেন।
৬. রাষ্ট্রপতি হবেন সে সরকারের প্রধান।

৭. উত্তর, দক্ষিণ, মধ্য, পূর্ব ও পার্বত্য অঞ্চল নিয়ে দেশে পাঁচটি প্রদেশ গঠিত হবে।

৮. প্রতি প্রদেশের আলাদা প্রাদেশিক বা আঞ্চলিক পার্লামেন্ট, আলাদা মন্ত্রীপরিষদ, হাইকোর্ট ও পুলিশ বাহিনী থাকবে।

৯. সবধরণের নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ গ্রহণযোগ্য ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে।

১০. রাষ্ট্রপতি সংসদের দুই মেয়াদের সমান সময়ের জন্য নির্বাচিত হবেন।

১১. রাষ্ট্রপতি নির্বাচিত হবেন গণভোটে।

ফেসবুক থেকে