জানুয়ারি ২২, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

এরা বঙ্গভবন ঘেরাও করতে গেলো ভাীবে!

মঞ্জুরে খোদা টরিক : এরা বঙ্গভবন ঘেরাও করতে গেলো ভাীবে? আমরা কোন দিন স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতিতে (?) প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কার্যালয় পর্যন্ত যেতে পারতাম? না পারতাম না। তাহলে এই বৈষম্যওয়ালা, ইকিলাবরা সেখানে গেল কিভাবে? কে তাদের সেখানে যেতে দিল? কার ইন্ধন ছিল…?

তাদের যেতে দেওয়ার হিডেন সমীকরণ কি ছিল? তারা কি মনে করেছিল যে মধ্যরাতে বঙ্গভবনের গেট পর্যন্ত শতাধিক লোক যেতে পারলেই — হাজার-হাজার লাখ লাখ লোক মাঠে নেমে পড়বে..? অত নালি আধসের নয় রে পাগল? জনগণ আপনাদের ধান্দা, প্রতারণা, শিয়ানাগিরি বুঝতে পেরেছে। জনজীবনের সংকট সমাধান না করতে পারলে, এই ভাবে চলতে থাকলে পাবলিকই আপনাদের ঘেরাও করবে।

রাষ্ট্রপতিকে চুপ্পুকে আমার পছন্দ করার কোন কারণ নেই। আমি তাঁকে মহামান্য মনে করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব মনে করি না। মি: চুপ্পুকে আওয়ামী লীগের চেয়ে ব্যক্তি শেখ হাসিনা একান্ত পছন্দের ব্যক্তি। সেটা নিয়ে আমার কোন কথা নেই।

বিএনপি’র কি এখন আওয়ামী লীগের প্রতি প্রেম থাকার কোন কারণ আছে? না নেই নেই। চুপ্পু’র প্রতিও নেই। তাহলে তারা চু্প্পুকে সরানোর প্রস্তাব উঠলে তড়িঘড়ি করে কোন প্রোটকল ছাড়াই ড. ইউনুসের সাথে দেখা করে তাঁদের পরিষ্কার ”না” জানিয়ে দিয়েছেন। বলেছেন, না এটা চলবে না। কেন বলেছেন? তার ব্যাখ্যাও দিয়েছেন। একটি দায়িত্বশীল, অভিজ্ঞ রাজনৈতিক দলের যে কাজ তারা সেটাই করেছে।

১/১১এর পর ২০০৮ এর নির্বাচনে বিএনপি’র ইয়াজউদ্দিন সাহেব ছিলেন রাষ্ট্রপতি। আওয়ামী লীগ তার অধীনেই নির্বাচন করে ক্ষমতায় গেছেন। আওয়ামী তখন তাঁকে সরাতে বলেনি। এ জন্যই বলি, রাজনীতির অ আ ক খ বুঝতে হবে।

ষড়যন্ত্র করবেন, মাইনাস ফর্মুলায় হাটবেন, বিপ্লবী সরকার করবেন, ক্ষমতায় থেকে দল বানাবেন, ক্ষমতায় যাবেন, এভাবে নিজেদের পিঠের চামড়া বাঁচাবে না। এখনো বলি সোজা পথে হাটেন। পুরো সরকারকে দোষারোপ করছি না। এখানে এখনো কিছু ভাল মানুষ আছে। দ্রুত নির্বাচন দিন। দ্যাটস ইট, নট মোর দ্যান দ্যাট।
লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক। ফেসবুক থেকে