মনোয়ার ইমাম : কাজের সূত্রে ভাব-ভালোবাসা করে বিয়ে করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার থানা এলাকার বাসিন্দা টুসু বিবি। তিনি বিয়ে করেন ডায়মন্ড হারবার মহাকুমার উস্তি থানার বাসিন্দা ইব্রাহিম সেখের পুত্র আলীনুর সেখকে। টুসু বিবি আগে থেকেই জানতেন না যে তার স্বামী আলীনুর সেখের প্রথম পক্ষের স্ত্রী রয়েছে। সম্পূর্ণ গোপন করে টুপি বিবিকে ইসলামী শরীয়ত সম্মত বিবাহ বন্ধনে আবদ্ধ করেন এবং তাদের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক দৃঢ় হয়। টুসু বিবির বাপের বাড়িতে যাতায়াত শুরু হয়।
এর মধ্যে টুপি বিবি জানতে পারেন যে তার স্বামীর প্রথম পক্ষের স্ত্রী রয়েছে। তিনি তার স্বামীর বাড়িতে নিয়ে যেতে চাইলে তা অস্বীকার করে তার স্বামী। এরপর শুরু হয় ঝামেলা। একসময় নিজের ভবিষ্যৎ ও অধিকার পেতে টুসু বিবি চলে আসেন স্বামীর বাড়িতে। তখন প্রথম পক্ষের স্ত্রী তাকে বাঁধা দেয়। দুজনের মধ্যে ঝগড়া ও ঝামেলা শুরু হয়। এরপর টুসু বিবি বাপের বাড়িতে চলে আসে এবং সেখানে তার স্বামী আলীনুর সেখ যাতায়াত শুরু করে। কিছু দিন পর আলীপুর সেখের স্ত্রী টুসু বিবি র গর্ভে একটি কন্যা সন্তান জন্ম নেয়। সন্তান জন্ম দেওয়ার পর তিনি স্বামীর বাড়িতে আসতে চান। কিন্তু আলীনুর সেখ দ্বিতীয় পক্ষের স্ত্রী টুসু বিবি কে তার নিজের বাসভবনে ঢুকতে বাঁধা দেয়। প্রথম পক্ষের স্ত্রী টুসু বিবিকে বাড়িতে ঢুকতে বাঁধা দেয়। তাদের সাহায্য করে তার ছেলে ও মেয়েরা।
এই ঘটনার পর মারপিট শুরু হয়। টুসু বিবি উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের সদস্য বহিরগাছি গ্রাম পঞ্চায়েত এর হাবিবা বিবিকে জানান। তিনি শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য দুই পক্ষের কাছে আবেদন করেন। এরপর টুসু বিবি নিজের ভবিষ্যৎ ও অধিকার পেতে ছুটে যান উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের প্রধান মাসকিনা মমতাজ এর কাছে। তিনি মানবিকভাবে সহযোগিতা করবে বলে জানান। এরপর টুসু বিবি তার স্বামী ও তার প্রথম পক্ষের স্ত্রী এবং তার ছেলে ও মেয়েদের বিরুদ্ধে উস্তি থানায় অভিযোগ করেন, অভিযোগ নাম্বার, জিডি ৪১০/০৫/০৪/২০২৪। দীর্ঘদিন ধরে টুসু বিবি নিজের ভবিষ্যৎ ও অধিকার পেতে ছুটে যায় উস্তি থানার ওসি আসাদুল সেখের কাছে। তিনি মানবিক সাহায্য ও কিছু আর্থিক সহায়তা প্রদান করে। কিন্তু টুসু বিবি ন্যায় অধিকার নিয়ে আইনের এবং প্রশাসনের কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়।
গত রবিবার নিজের কন্যার অসুস্থ হয়ে পড়লে তিনি ছুটে আসেন স্বামীর বাড়িতে। সেই সময় প্রথম পক্ষের স্ত্রী এবং তার পরিবার এবং স্বামী রাতে অন্ধকারে বাড়িতে প্রবেশ করার জন্য মারতে যায়। সেই মারটি এসে পড়ে ইসমাইল সেখের ছেলে সাব্বির সেখের মাথায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বানেশ্বর পুর হাসপাতালে। সেখানে সাব্বির সেখের মাথায় মোট আটটি সেলাই পড়ে। উস্তি থানাতে আলীনুর সেখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে তাঁকে উস্তি থানা গ্রেপ্তার করে ডায়মন্ড হারবার জেলা আদালত হাজির করা। সেখান থেকে আলীনুর সেখ জামিন পান। বর্তমানে তিনি বাইরে রয়েছে বলে জানা গেছে।
অসহায় গরীব মহিলা প্রতি ন্যায় অধিকার ও বিচার প্রতিষ্ঠা পেতে কখনো ছুটে যায় পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ও ডায়মন্ড হারবারের বিধায়ক শ্রী পান্নালাল হালদার কাছে। কখনো ছুটে যায় ডায়মন্ড হারবার মহাকুমা র তৃনমূল দলের সভানেত্রী মনমোহনী বিশ্বাসের কাছে। যখন তিনি আর পেরে উঠতে পারেনি, তখন তার পাশে দাঁড়িয়েছেন ডায়মন্ড হারবার জেলা আদালত এর বার কাউন্সিলের সাধারণ সম্পাদক আইনজীবী আবুল হাসান সাহেব এবং ডায়মন্ড হারবার আদালতের লড়াকু আইনজীবী এবং তৃনমূল দলের অন্যতম নেতা এবং উস্তি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এ্যাডভোকেট মিকাইল মোল্লা।
Leave feedback about this