জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বিশ্ব

ইসরাইল ও হামাসের  যুদ্ধ বিরতি আবারও অনিশ্চিত 

 গাজা উপত্যকায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ অব্যাহত । শনিবার গাজার খান ইউনিস শহরের কাছে একটি ক্যাম্প ইসরায়েলের হামলায় অন্তত ৯০ জন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছে। হামাসের দুই নেতাকে হত্যা করার জন্য এ হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। তবে তাদের মৃত্যুর ব্যপারে ইসরায়েল নিশ্চিত নয়। ইসরায়েল আরও জানিয়েছে হামাসের সকল নেতা হত্যা না করে যুদ্ধ থামাবে না। ইসরাইল আগে যদিও গাজার মানুষকে ক্যাম্পে আশ্রয় নিতে বলেছে কিন্তু ক্যাম্পও আর এখন নিরাপদ নয় গাজা বাসিন্দাদের  জন্য। যদিও গাজার বাসিন্দারা জানেন না তাদের অপরাধ কি? হামলার পর দক্ষিণ গাজার একমাত্র হাসপাতাল নাসের হাসপাতালে আহত মানুষে ভরে যায়। রবিবার ও ইসরাইল অন্য এক স্কুলে হামলা চালায় যা গাজায় শরণার্থীদের জন্য ক্যাম্প হিসেবে ব্যবহারিত হয়ে আসছিল। এখানে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের দাবি স্কুলে হামাসের লোকজন লুকিয়ে ছিল, তাই তারা হামলা চালিয়েছে। গত বছরের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৩৮ হাজার মানুষ নিহত হয়েছে বলে গাজার কর্তৃপক্ষ দাবি করেছে। যদিও ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ বিরতির কথা চলছিল যা এই সপ্তাহান্তে হামলার পর অনিশ্চিত হয়ে গেল। 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image
    Choose Video