জানুয়ারি ২২, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
মতামত

ইউনূস সরকার দেশ গড়ার কথা বলে কার্যত চাচ্ছে দেশে পাকিস্তানি ভাবধারা ফিরিয়ে এনে একাত্তরের প্রতিশোধ নেওয়া

মনজুরুল হক : হিলারী ক্লিনটনের দূতিয়ালিতে হোক আর যেভাবেই হোক, ক্ষুদ্রঋণের অবদানে না পেয়ে শান্তিতে নোবেল পাওয়া মুহম্মদ ইউনূসের হাতে সুবর্ণ সুযোগ এসেছিল দেশের ক্রান্তিকালে সেনাবাহিনীর উপহার দেওয়া শাসনভার পেয়ে প্রাতঃস্মরণীয় হওয়ার। তিনি সুযোগটি কাজে লাগাতে পারলেন না। একাত্তরের পরাজিত ধর্মজীবীদের কোলে বসে অন্যান্য ধর্মজীবী ও সাম্রাজ্যবাদের দালালদের কোলে টেনে নিয়ে সাম্রাজ্যবাদী প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে গিয়ে দেশটাকে অতল গহ্বরে ফেলে দিলেন। শারীরিক-মানসিক চাপে তিনি হয়ত কিছুদিনেই রণে ভঙ্গ দেবেন, কিন্তু মানুষ যে আকাঙ্খা নিয়ে তাকে সুযোগ দিয়েছিল তার অপমৃত্যু হবে।

তার সরকার দেশ গড়ার কথা বলে কার্যত চাচ্ছে দেশে পাকিস্তানি ভাবধারা ফিরিয়ে এনে একাত্তরের প্রতিশোধ নেওয়া, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে গিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধসিয়ে দেওয়া, ভারতীয় বলয় থেকে বেরিয়ে দেশকে আমেরিকান ‘ক্লায়েন্ট স্টেট’-এ পরিণত করা, আওয়ামী লীগের পনের বছরের শাসনকে ফ্যাসিবাদী দুঃশাসন বলে নিজেদের বেআইনি স্বৈরশাসন চাপিয়ে দেওয়া এবং হিন্দু অধ্যুষিত বিশাল প্রতিবেশী ভারতের প্রতি ধর্মবিদ্বেষী ‘ভারতবিরোধীতা’ কাজে লাগিয়ে জঙ্গীবাদকে সুযোগ করে দেওয়া। তিনি এবং তার সরকার সফল হলেও দেশের জন্য বিপদ। ব্যর্থ হলেও দেশের জন্য বিপদ।
লেখক ও ফ্রিলান্স জার্নালিস্ট। ফেসবুক থেকে