ডিসেম্বর ৫, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ প্রবাসে বাংলাদেশী

নেদারল্যান্ডসের শেনজেন ভিসা আবেদন নেবে না ঢাকার সুইডিশ দূতাবাস

 

আগামী ১৫ই অক্টোবর থেকে নেদারল্যান্ডসের জন্য শেনজেন ভিসা আবেদন নেওয়া বন্ধ ঘোষণা করছে ঢাকার সুইডিশ দূতাবাস।

বুধবার (১ অক্টোবর) ঢাকার সুইডিশ দূতাবাস এক বার্তায় এই তথ‌্য জানায়।

বার্তায় জানানো হয়, ঢাকার সুইডেন দূতাবাস শেনজেন ভিসা আবেদন সংক্রান্ত বিষয়ে নেদারল্যান্ডসের হয়ে প্রতিনিধিত্ব করবে না। ভিএফএস গ্লোবাল সুইডেনের মাধ্যমে শেনজেন ভিসার জন্য আবেদন করার শেষ দিন আগামী ১৫ই অক্টোবর।

যারা নেদারল্যান্ডস শেনজেন অঞ্চলে ভ্রমণ করতে চায় তারা সরাসরি ডাচ কর্তৃপক্ষের মাধ্যমে আপডেট হওয়া আবেদন প্রক্রিয়াটি অনুসরণ করুন।