ডিসেম্বর ৫, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

প্রধান শিক্ষকের হাত পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

পিরোজপুর সদর উপজেলার জুজখোলা সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্রের হাত-পা ভেঙে দেয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত সরদার কামরুজ্জামান চাঁনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে সদর থানায় মামলা দায়েরের পর পুলিশ চাঁনকে গ্রেফতার করে।

সরদার কামরুজ্জামান চাঁন মল্লিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ছিলেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান শেষে নিজের মোটরসাইকেলযোগে বিদ্যালয় থেকে পিরোজপুর শহরে ফেরার পথে পিরোজপুর-নাজিরপুর সড়কের ঝরঝরিয়াতলা নামক স্থানে ৭-৮ জন যুবক ৩-৪টি মোটরসাইকেলযোগে প্রধান শিক্ষক বিপুল মিত্রের গতিরোধ করা হয়। পরে তারা হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এতে তার দুই পা ও ডান হাত ভেঙে যায়।

এ সময় তার সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও আহত হন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে বিপুল মিত্রকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

মামুন অভিযোগ করেন, চাঁন ও জিয়া‌উল ইসলাম খানের নির্দেশে ১০-১২ জন যুবক এ হামলা চালায়। বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

চাঁনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।