ডিসেম্বর ৫, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

ঢাকা থেকে গ্রেফতার করা হলো তোফায়েল আহমেদের ভাতিজাকে

ঢাকা থেকে গ্রেফতার হলেন আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদের ভাতিজা ও ভোলার সদর উপজেলার দিঘলদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন।

বুধবার রাজধানীর শাজাহানপুর থানাধীন মালিবাগ গুলবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে স্বপনকে গ্রেফতার করেছে বলে সিটিটিসি এক কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইফতারুল হাসান স্বপনের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে চাঁদাবাজি, জমি দখল, সরকারি কর্মচারীদের মারধর ও হুমকি, নারী নির্যাতন, সাংবাদিক নির্যাতন এবং চাকরি দেওয়ার নামে অর্থ নেওয়ার মতো প্রতারণামূলক কর্মকাণ্ড।

স্বপনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন সিটিটিসির ওই কর্মকর্তা।