শ্রীলঙ্কায় সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আজ থেকে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে। প্রথম ম্যাচে লাল সবুজদের প্রতিপক্ষ নেপাল। জয়ের আশা নিয়ে খেলতে নামছে গোলাম রব্বানী ছোটনের দল। খেলা মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
কোচ ছোটন বলেন, ‘ছেলেরা দীর্ঘদিন ধরে অনুশীলন করছে, তারা খেলার জন্য প্রস্তুত। ওরা যদি মাঠে আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পারে, তবে সহজেই লক্ষ্য পূরণ করতে পারবে।’
প্রতিপক্ষ নেপাল নিয়ে তার কথা, ‘প্রতিপক্ষের খেলা দেখেছি, তারা শক্তিশালী দল এবং বেশ কিছু দুর্দান্ত ম্যাচও আছে তাদের; কিন্তু আমার বিশ্বাস ফয়সালরা যদি সাহস নিয়ে খেলে তবে জয় পাওয়াটা কঠিন হবে না।’
অধিনায়ক নাজমুল হুদা ফয়সালও আত্মবিশ্বাসী, ‘নেপাল ভালো দল। কিন্তু আমরা আমাদের খেলায় মনোযোগী; মাঠে সেরাটা দিয়ে চাই জয় ছিনিয়ে আনতে।’



