ডিসেম্বর ৫, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

বগুড়ায় জেলা শ্রমিক লীগের সভাপতি ও স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি গ্রেফতার

 

বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া মামলার আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে বগুড়া শহরের কলোনী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- বগুড়া জেলা শ্রমিকলীগের সভাপতি মো. আব্দুস সালাম (৬৮) এবং ধুনট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মো. পিয়াস আহমেদ (৩২)।

রোববার (৭ সেপ্টেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির।

তিনি জানান, শনিবার রাত ১০টার দিকে পিয়াস আহমেদকে কলোনী তাজমা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর রাত পৌণে ১১টার দিকে আরেক জনকে একই এলাকার কলোনী থেকে আব্দুস সালামকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, আসামিদের থানায় হেফাজতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।