ডিসেম্বর ৫, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

সভা মঞ্চে হঠাৎই অসুস্থ কাদের সিদ্দিকী

নিজ জেলা টাঙ্গাইলের সখীপুরে দলের বর্ধিত সভায় বক্তব্য প্রদানকালে অসুস্থ হয়ে পড়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

শনিবার দুপুরে সখীপুর খান মার্কেটের সভাস্থলে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস সবুর খান।

তিনি জানান, চিকিৎসকদের পরামর্শে কাদের সিদ্দিকীকে বাসায় চি‌কিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনার প্রস্তুতি চলছে।

এদিকে কাদের সিদ্দিকী আগের তুলনায় কিছুটা সুস্থবোধ করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী ফরিদ আহমেদ।