রাজধানীর মতিঝিলে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন। শনিবার রাতে বাংলাদেশ ব্যাংকের পেছনে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন– ডিবিসি নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক রেদওয়ানুল হক ও দৈনিক কালবেলার সাংবাদিক এ জেড ভূঁইয়া আনাস।
রেদওয়ানুল হক জানান, রাত ৮টার দিকে তিনি ও আনাস বাংলাদেশ ব্যাংকের পেছনের একটি ভবনের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় আলম নামের এক ব্যক্তি তাদের সরে যেতে বলেন। কেন সরে যাবেন– জানতে চাইলে তাদের ওপর চড়াও হন আলম। কিছুক্ষণ পর তাঁর সঙ্গে আরও অন্তত ১০ জন যোগ দিয়ে লাঠিসোটা দিয়ে হামলা চালায়। বিষয়টি থানায় অবহিত করেছেন রেদওয়ানুল। মতিঝিল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীদের আটক করা সম্ভব হয়নি।
মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু অভিযুক্তদের পাওয়া যায়নি।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন।



