আগস্ট ২১, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

ছাত্রলীগ নেতা বায়েজিদ জান্নাত সিনা গ্রেফতার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক বায়েজিদ জান্নাত সিনাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।

বুধবার সন্ধ্যায় বরিশাল শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। বরিশাল থেকে গ্রেফতারের পর সিনাকে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিবাগত রাতে খুলনা ডিবি কার্যালয়ে পৌঁছায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বায়েজিদ জান্নাত সিনা খুলনার সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা জিয়াউল জান্নাত বাবুলের ছেলে। খুলনা সদর থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে খুলনায় ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম বলেন, বায়েজিদ জান্নাত সিনা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক। গত বছরের ৫ই আগস্টের পর থেকে সে পলাতক ছিল। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি মামলা রয়েছে। বুধবার (২০ আগস্ট) অবস্থান নিশ্চিত হয়ে বরিশাল শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।