অস্ট্রেলিয়ার কাছে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এবং ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হার। সব ব্যর্থতা পেছনে ফেলে ওয়ানডেতে ঘুরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘ ৩৪ বছরের অপেক্ষা শেষে আবারও পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ত্রিনিদাদে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ২০২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এর মাধ্যমে ১৯৯১ সালের পর প্রথমবার পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হারাল তারা।
প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৪ রানের সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের মূল ভরসা ছিলেন অধিনায়ক শেই হোপ, যিনি ৯৪ বলে ১০ চার ও ৫ ছক্কায় অপরাজিত ১২০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার সঙ্গে সপ্তম উইকেটে জাস্টিন গ্রেভসের সঙ্গে ১১০ রানের বিধ্বংসী জুটি গড়েন মাত্র ৫০ বলে। গ্রেভস করেন ২৪ বলে ৪৩ রান।
জবাবে ব্যাট করতে নেমে একদমই পথ খুঁজে পায়নি পাকিস্তান। মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় বাবর আজমবিহীন দলটি। বিধ্বংসী বোলিংয়ে পাকিস্তান টপ অর্ডার ধসিয়ে দেন ২৩ বছর বয়সী পেসার জর্ডান সিলস। মাত্র ১৮ রান দিয়ে তুলে নেন ৬টি উইকেট, যা তার ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স।
পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ৩০ রান করেন আগা সালমান। গুতাকেশ মোতি নেন ২ উইকেট, আর রোস্টন চেজ নেন ১ উইকেট। ওয়ানডে ইতিহাসে এটি ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সর্বোচ্চ রানের জয় (রানের ব্যবধানে) পূর্ণ সদস্য দেশের বিপক্ষে। এর চেয়ে বড় জয় ছিল কেবল ২০১৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে, যেখানে তারা জিতেছিল ২০৩ রানে।