আগস্ট ১৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

ঝালকাঠিতে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশে ১৪৪ ধারা জারি

ঝালকাঠির রাজাপুর উপজেলায় একই স্থানে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত থাক‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ।
উপজেলা প্রশাসন জানায়, গত ৭ই আগস্ট রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নুর হোসেন ১৩ই আগস্ট বুধবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদ মার্কেট চত্বরে র‍্যালি ও সমাবেশের আয়োজন করবেন মর্মে পত্র দাখিল করেন এবং গত ১১ই আগস্ট উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন একই দিনে, একই সময় এবং একই স্থানে সমাবেশের আয়োজন করবেন মর্মে পত্র দাখিল করেন।

তাই পাল্টা-পাল্টি সমাবেশের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটতে পারে বিধায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা মতে আদেশ জারি করা প্রয়োজন মর্মে ১২ই আগস্ট একটি পত্র দাখিল করেন এবং উপজেলা পরিষদ মার্কেট চত্বরে একই তারিখে ও একই সময়ে পাল্টা-পাল্টি সমাবেশ আয়োজনের ফলে জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং মঙ্গলবার রাতেই উপজেলা পরিষদ মার্কেট চত্বরের উভয় পাশে মুখোমুখি পৃথক পৃথক মঞ্চ স্থাপন করে পাল্টা-পাল্টি সমাবেশের আয়োজন করায় জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, এবং উভয়পক্ষ পৃথক পৃথক শব্দযন্ত্র ব্যবহার করে উচ্চশব্দে বক্তব্য ও গান প্রচার করে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।