সাভারের আশুলিয়ায় দেড় ঘণ্টা পর পুলিশের আশ্বাসে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকরা সড়ক ছেড়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত আশুলিয়ার বিশমাইল-জিরাবো আঞ্চলিক সড়কের মাসকর্ট গার্মেটের শ্রমিকরা সড়ক অবরোধ করে।
আন্দোলনকারী শ্রমিকরা জানান, মাসকর্ট কারখানার কয়েক শতাধিক শ্রমিককে পূর্বে কোনো নোটিশ ছাড়াই কারখানা বন্ধ ঘোষণা করে। এতে কয়েক দফায় কারখানার মালিক পক্ষ কর্মরত শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দেন। কিন্তু মালিকপক্ষ বেতন পরিশোধ করেনি। সর্বশেষ গতকাল শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিয়ে ছিলেন মালিক পক্ষ। কিন্তু শ্রমিকদের বেতন পরিশোধ না করায় শ্রমিকরা সকালে জড়ো হয়ে রাস্তা অবরোধ করে।
এ ঘটনায় আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকদের পূর্বের নোটিশ ছাড়াই কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। এতে শ্রমিকরা বকেয়া বেতনের জন্য আন্দোলন করেছে। পরে তাদের বুঝিয়ে এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সড়ক থেকে সড়িয়ে নেওয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।