আগস্ট ১১, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

রামপাল থেকে যুবলীগ নেতা আনিছ মাঝি গ্রেফতার

বাগেরহাটের রামপালের পেড়িখালি ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিছ মাঝিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

রোববার বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় রামপাল থানা পুলিশ বাগেরহাট সদরের এক বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেফতার আনিছ মাঝি রামপাল উপজেলার সাতপুকুরিয়া গ্রামের তৈয়েবুর রহমান মাঝির ছেলে।

ওসি আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় আনিছ মাঝিকে জেলা সদরের এক বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। তার জিজ্ঞাসাবাদ চলছে। যাচাই-বাছাই শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।