নরসিংদীতে সড়কে দাঁড়িয়ে বিভিন্ন যানবাহন থামিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ জুলাই) পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. ফোরকান উদ্দিন (৪৬) ও নরসিংদীর রবি মিয়া (২৬)। তাদের কাছ থেকে চাঁদাবাজির ২ হাজার ৮৪০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারের সময় ফোরকান ও রবি নরসিংদী পৌরসভা সংলগ্ন স্বাধীনতা চত্বর এলাকায় সড়কে দাঁড়িয়ে যানবাহন থামিয়ে চালকদের থেকে অর্থ আদায় করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদীতে দীর্ঘদিন ধরে একটি মহল পৌরসভার টোলের নাম করে রাস্তায় যানবাহন থামিয়ে অবৈধভাবে টাকা আদায় করে আসছিল।
একাধিক চালক এ প্রতিবেদককে জানান, চাঁদা পরিশোধ না করলে তাদের রাস্তায় মারধর করতেন তারা।
এ বিষয়ে অভিযানের নেতৃত্বে থাকা নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. আনোয়ার হোসেন শামীম বলেন, আমরা নরসিংদীকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে পদক্ষেপ নিয়েছি। এর অংশ হিসেবে আজ সড়কে চাঁদাবাজিরত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাঁদাবাজ চক্র যত প্রভাবশালীই হোক, জেলাবাসীর স্বার্থ নিশ্চিত করতে আমরা যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত।
গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে পুলিশ জানায়।