ভারত-পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার পড়ল ক্রিকেটেও। ইংল্যান্ডের এজবাস্টনে আজ (রোববার) ডব্লিউসিএল (ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস) টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি বাতিল করে দেওয়া হয়েছে।
এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে এটাই ছিল ভারতের প্রথম এবং পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ। পাকিস্তান এর আগে ইংল্যান্ডকে হারিয়ে ভালো সূচনা করেছিল।
কিন্তু শিখর ধাওয়ানসহ ভারতের একাধিক সাবেক ক্রিকেটার ম্যাচে না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিলে আয়োজকরা বাধ্য হয়ে ম্যাচ বাতিল করেন।
শনিবার রাতেই ধাওয়ান এক চিঠি শেয়ার করে জানান, তিনি পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খেলবেন না। চিঠিতে লেখা ছিল, “বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও ভারত-পাকিস্তানের উত্তেজনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এর আগে ভারতের অন্য চার সাবেক তারকা- হরভজন সিং, সুরেশ রায়না, ইরফান পাঠান ও ইউসুফ পাঠান, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ থেকে নাম প্রত্যাহার করেন।
আয়োজক কমিটি এক বিবৃতিতে ম্যাচ বাতিলের দুঃখ প্রকাশ করে বলেন, “আমরা ভারত-পাকিস্তান ম্যাচটি বাতিল করেছি এবং এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা শুধু দর্শকদের জন্য স্মরণীয় মুহূর্ত তৈরি করতে চেয়েছিলাম।”
প্রসঙ্গত, গেল এপ্রিলে জম্মু-কাশ্মীরের পহেলগামে এক সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষ শুরু হয়। এতে দুই দেশের বেসামরিক মানুষ হতাহত হন। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়।
গত বছর এই টুর্নামেন্টের প্রথম আসরের ফাইনালেও মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেখানে ভারত ৫ উইকেটে জিতেছিল।