কুমিল্লায় পিস্তলসহ খোকন মিয়া নামে এক ইউনিয়ন বিএনপি নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
শুক্রবার ভোরে কুমিল্লা সদর উপজেলার চানপুর নাজির মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্পের মিডিয়া গ্রুপ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতার খোকন মিয়া সদর উপজেলার পাচথুবি ইউনিয়নের চানপুর এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে। তিনি পাচথুবি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ দল শুক্রবার ভোরে চানপুর এলাকায় অভিযান চালায়। এ সময় তারা জানতে পারেন, খোকন মিয়ার কাছে একটি অবৈধ পিস্তল রয়েছে, যা তিনি নিজের বাড়িতে না রেখে একটি শিশুর মাধ্যমে জহিরুল হকের বাসায় পাঠিয়ে রাখেন।
পরে অভিযান চালিয়ে জহিরুল হকের বাসা থেকে ৭ দশমিক ৬৫ মিলিমিটার ক্যালিবারের একটি পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহিরুল হক স্বীকার করেন, পিস্তলটি খোকন মিয়ার। এছাড়াও আত্মীয়স্বজন ও বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায়, অস্ত্রটির প্রকৃত মালিক খোকন মিয়া।
ঘটনার পর খোকন মিয়াকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় চানপুর ডুমুরিয়া এলাকার সুলতান মিয়ার ছেলে মো. আলম নামের এক ব্যক্তিকে পলাতক আসামি করা হয়েছে।
গ্রেফতার খোকন মিয়াকে এবং উদ্ধার অস্ত্র কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমন কার্যক্রমে এটি একটি সাহসিকতাপূর্ণ ও গুরুত্বপূর্ণ অভিযান।