জুলাই ৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
রাজনীতি

কক্সবাজারের সাবেক এমপি জাফর আরও তিনদিনের রিমান্ডে

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২ জুলাই) সকালে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন।

তিনি জানান, পেকুয়া থানার একটি মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডের জন্য জাফর আলমকে সকালে আদালত থেকে পেকুয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, সাবেক এমপি জাফর আলমকে ৩ দিনের রিমান্ডে পেকুয়া থানায় আনা হয়েছে। এ দিন থানায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।