জুলাই ৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ রাজনীতি

পিআর সিস্টেমে নির্বাচনে একমত জামায়াত ও গণ অধিকার

গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

মঙ্গলবার রাতে দলটির সঙ্গে বৈঠক করে জামায়াত।

নায়েবে আমির জানান, গণ অধিকারের সঙ্গে নির্বাচনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পি আর সিস্টেমের বিষয়ে আমরা কথা বলেছি। এছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়েও কথা বলেছি।

এসব বিষয়ে দুই দলই একমত হয়েছে বলেও জানান তিনি।

পরে গণ অধিকারের সভাপতি নুরুল হক নুর বলেন, পিআর সিস্টেম ও জুলাই চেতনা ধারণ করে এমন দলগুলোকে নিয়ে নির্বাচনের আগে আমরা জাতীয় ঐক্য গড়ব। এক বছর ধরে স্থানীয় সরকার প্রতিনিধি নেই, তাই মানুষ চরম ভোগান্তিতে আছে। এক্ষেত্রে স্থানীয় নির্বাচন আগে জরুরি।
তার মতে, দলীয় সরকারের অধীনে স্থানীয় নির্বাচনে পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। তাই এটা এখনই হতে হবে।