নানা রোগে আক্রান্ত সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল ইসলাম। তিনি জানান, শেখ হারুন অর রশিদকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে, শেখ হারুন অর রশিদের ছোট মেয়ে শেখ নুরজাহান রশিদ তৃষা বলেন, ‘রাত ১২টার দিকে পুলিশ ও ডিবি সদস্যরা আমার আব্বুকে ধরে নিয়ে যায়। আব্বুর নামে কোনো মামলা ছিল না। তিনি সুন্দরবন টেক্সটাইল মিলসের সাবেক সাধারণ সম্পাদক, শ্রমিক নেতা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তিনি কখনও পালিয়ে ছিলেন না। দুইবার হার্টের অপারেশন হয়েছে। পাঁচ বছর ধরে নানা রোগে ভুগছেন। লাঠি ছাড়া স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন না।’