গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা পাভেল শিকদারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাকে গ্রেফতার করেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি সাজ্জাদুর রহমান জানান, ইতিপূর্বে তার বিরুদ্ধে জুলাই ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে এক সমন্নয়ককে মেরে হাত ভেঙ্গে দেওয়া, আন্দোলনে অংশগ্রহণ করা একা নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া, আন্দোলনের নিউজ করায় ক্যাম্পাসের এক সাংবাদিকের ফোন কেড়ে নেওয়াসহ বিভিন্ন সময় শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সদর থানার এসপি মিজানুর রহমান বলেন, তাকে আমরা বিশ্ববিদ্যালয়ের সামনে বালুর মাঠ থেকে আটক করি। তাকে গোপালগঞ্জের সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর মামলায় আটক দেখানো হয়েছে। আজ তাকে কোর্টে উঠানো হবে।



